|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শালবনী স্কুলের ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয় উদ্যোগে এবং ” দুঃস্বপ্নের ফেরিওয়ালা” ও “টীম রক্তযোদ্ধা” র সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ক্যানসার,থ্যালাসেমিয়া রক্তদান বিষয়ক আলোচনা সভা এবং ‘রক্ত রক্তের গ্রুপ নির্ণয় শিবির।
এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজকর্মী দেবাশীষ মাহাত।পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সেক রাজিবুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য রাখেন।সেমিনারে ক্যান্সার নিয়ে সচেতনতা, রক্তের গ্রুপ জানার গুরুত্ব, রক্তদানের গুরুত্ব ও বিয়ের আগে থ্যালাসেমিয়া নির্ণয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শালবনীর বিডিও প্রণয় দাস, স্কুলের পরিচালনা কমিটির সভাপতি বংশীধর দাস, প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
এই কাজে বিষের ভাবে উদ্যোগী হয়েছেন ও বিশেষ ভাবে সাহায্য করেছেন সঞ্জয় সাহা, অজয় মহাতা, দোয়েল সিনহা, ও মুনমুন মিদ্যা প্রমুখ শিক্ষক শিক্ষিকা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা সিমকি সাঁতরা। আলোচনা সভায় বিডিও প্রণয় দাহ এই বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের বেশকিছু পরামর্শ দেন ও এবিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। সেমিনার শেষে বিনামূল্যে স্কুলের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।