মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে ১১ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিনে মেদিনীপুর লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ও রবীন্দ্র-নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবীন্দ্র-নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া ও সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার ও কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ঝুমঝুমি চক্রবর্তী, অধ্যাপক ড. অরুণ শাসমল, অধ্যাপক ড.সাবির হোসেন, নৃত্যশিল্পী অর্পণ কালী, নৃত্যশিল্পী রবি সেন প্রমুখ। বয়স ভিত্তিক দুটি বিভাগে আবৃত্তি,সঙ্গীত ও নৃত্য বিষয়ে এগারোটি ইভেন্ট প্রতিযোগিতা হয়। শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা, সহ-সম্পাদকত্রয় অমিতাভ দাস,দেবীপ্রসাদ নন্দীও সুদীপ কুমার খাঁড়া, ইউনিট সদস্য দীপেশ দে।