|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মেদিনীপুর শহর সংলগ্ন সদর ব্লকে খাসজঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় খাসজঙ্গল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শ্রদ্ধার সঙ্গে পালিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল, সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়,সঙ্গীত শিল্পী আলোবরণ মাইতি,শিক্ষক ও পরিবেশ কর্মী মনিকাঞ্চন রায়, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস, নৃত্যশিল্পী শমীক সিংহ,বাচিক শিল্পী মৈথিলী ঘোষ,স্থানীয় পঞ্চায়েত সদস্য মলয় মন্ডল, সন্ধ্যা সিং প্রমুখ। আগত অতিথিদের চন্দনের ফোঁটা ও একটি করে বেলি ফুলের চারাগাছ দিয়ে বরণ করা হয়। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্ট জনেরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও কচিকাঁচারা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি। নজরুল সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট বাগ্মী নির্মাল্য মুখোপাধ্যায়, নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী শমীক সিংহ। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী মৈথিলী ঘোষ। কচিকাঁচাদের সঙ্গে নিয়ে আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের সহশিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহ-শিক্ষিকা বিশিষ্ট নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায় ও বিশিষ্ট সঞ্চালিকা শতাব্দী গোস্বামী চক্রবর্তী।