|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে ঘরোয়া ভাবে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদানে মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে এই ঘরোয়া ভাবে আয়োজন এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, আলোচনা, কবিতাপাঠে অংশ নেন উপস্থিত প্রধান শিক্ষক সহ অন্যান্য সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান, শিক্ষক জগন্নাথ মন্ডল,তপন ধর, শিক্ষিকা শিলা গিরি, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সরোজ মান্না,আরব আলি খান, শিক্ষিকা পান্না মহাপাত্র, গ্রন্থাগারিক রূপা বেরা, শিক্ষাকর্মী ইন্তাজ আলি খাঁন সহ অন্যান্যরা। সবার প্রণবন্ত অংশগ্রহণে বিদ্যালয়ের বারান্দায় আয়োজিত এই অনুষ্ঠান মনোগ্রাহী হয়ে উঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।অন্যদিকে এদিন চুয়াডাঙ্গা নার্সারি স্কুলেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নজরুল জয়ন্তী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক গণি ইসমাইল মল্লিক, নার্সারি স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল পাঠান বিদ্যালয়ের আন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন। ছিলেন প্রধান শিক্ষক সহ চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।