কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কেশপুরে ঐতিহাসিক জনসভা

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, কেশপুর:বিজেপির সন্ত্রাস,অপপ্রচারের বিরুদ্ধে, দলিত বিরোধী , দেশ বিক্রিকারী, বড়লোক, পুঁজিবাদীদের সরকার, কেন্দ্রীয় সরকারের মানব বিরোধী, জনস্বার্থ বিরোধী, কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে এবং উত্তরপ্রদেশের হাথরসে দলিত নিষ্পাপ কন্যা মনীষা বাল্মীকি ও বলরামপুর এর নারকীয় পাশবিক পৈশাচিক গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের সাহসপুরে ঐতিহাসিক জনসভা। এদিন মিছিলে হাজার ত্রিশেক লোকের জনসমাগম হয়। সোশ্যাল ডিস্টান্স, ফিজিক্যাল ডিস্টান্স , স্বাস্থ্য বিধি না মেনেই এত লোকের জনসমাগম নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। রাজ্যে করোনা সংক্রমণের হার বেশ খানিকটা নিম্নমুখী হলেও সম্প্রতি ফের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ একইসাথে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি করোনা আক্রান্ত একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। এদিকে জনসমাগমে দেখা গেলো বেশিরভাগ লোকের মুখে মাস্ক নেই।

    এদিন জনসমাবেশের মঞ্চ থেকে জেলা সভাপতি অজিত মাইতি বলেন, লকেট সংস্কৃতি জগত থেকে এসে নিম্নরুচির অপসংস্কৃতিমূলক কথা বলে বাংলার সংস্কৃতি জগতকেই অসম্মান করলেন। ওর ভবিষ‍্যৎ পতনের জন‍্য আমাদের সমবেদনা তোলা থাকলো। আজকের জনসুমদ্র থেকে স্লোগান ওঠে হোক “কুৎসা, আসুক চক্রান্তের ঢেউ, ২০২১শে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন রুখতে পারবে না কেউ। উক্ত মিছিলে বিজেপির সাম্প্রদায়িক উস্কানি ও কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কয়েকশো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা ও ব্লক নেতৃত্ব।

    উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি মহাশয়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয়, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো , কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, সহ মহম্মদ রফিক, চিত্তরঞ্জন গড়াই, তপন চক্রবর্তী, আসিফ ইকবাল প্রমুখ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।