অবশেষে শিলিগুড়ি দখল করলো তৃণমূল, মেয়র হতে চলেছেন গৌতম দেব জানালেন মুখ্যমন্ত্রী

নতুন গতি নিউজ ডেস্ক: অবশেষে শিলিগুড়ি দখল করলো তৃণমূল। সোমবার শিলিগুড়ি জয়তে আনন্দে মেতে উঠেছে সবুজ শিবির। অভিনন্দন জানান মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    জয়ের পরেই, মেয়র হবেন গৌতম দেব ঘোষণা করেন তিনি এবং তার সাথে আক্রমণ করেন গেরুয়া শিবিরকেও।

    তিনি জানান “দার্জিলিং, শিলিগুড়ির জন্য কাজ করার কথা ছিল তা করেনি। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কোনও কাজ করেনি বিজেপি। দক্ষিণবঙ্গের কথা তো ছেড়েই দিন। যা করেছি আমরাই।”

    পাশাপাশি বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিন দলকে ‘জগাই-মাধাই-গদাই’-এর জোড়ি বলে কটাক্ষ করে তিনি জানান “বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-র হাতে ভোট তুলে দিয়েছিল সিপিএম। লোকসভা নির্বাচনেও তাই করেছে। কখনও বিজেপি সিপিএমকে ভোট দেয়, কখনও সিপিএম বিজেপি-কে, কখনও বিজেপি-কে ভোট দেয় কংগ্রেস, কখনও আবার কংগ্রেস বিজেপি-কে।”

    তিনি আরো জানান “শিলিগুড়িতে অনেক উন্নয়ন হয়েছে। শিলিগুড়ির সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে নেপাল, ভুটান ও বাংলাদেশের। শিলিগুড়ির রাস্তা, ফ্লাইওভার, তিস্তা টাউন, এছাড়াও অনেক বিষয় নিয়ে কাজ করছে তৃণমূল। এই রায়ের জন্য মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এই জয় মানুষের। তবে যেকোনো জয় আমাদের আরও বেশি করে নম্র এবং মানবিক হতে সাহায্য করে।”

    ভোট শান্তিপূর্ণ হয়েছে কি হয়নি, সেই বিষয়ে তিনি জানান ” এবারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শান্তির পক্ষে কাজ করতে হবে আমাদের। আমি আমাদের নিয়ে চিন্তিত। কে দ্বিতীয়, তৃতীয় হল তা নিয়ে আমার মাথব্যথা নেই।”