বর্ধমান মাঘ উৎসবে কবি সন্মেলন

আলিফ ইসলাম : ১৩ ফেব্রুয়ারী,রবিবার বর্ধমান টাউন হল ময়দানে অনুষ্ঠিত মাঘ উৎসবে কবিতা সম্ভারের সম্পাদক অশোক বর্মণের পরিচালনায় এক মনোজ্ঞ কবি সন্মেলন অনুষ্ঠিত হল রবিবার,১৩ তারিখ দুপুরে।অশোক বর্মণ, লক্ষীনারায়ণ আদিত‍্য, অদিতি মুখার্জি, শ‍্যামাপ্রসাদ চৌধুরী, সুধীর কুমার হাজরা, কল্পনা রায়,সদরুল আলম,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, সব‍্যসাচী কোনার,নমিতা রাউত,বিশ্বজিৎ ভট্টাচার্য, তারা সরকার,তাপসভূষণ সেনগুপ্ত, সায়ন্তি হাজরা,তাপসময় পাল,মঞ্জুরি খাতুন, মন্দিরা মুখার্জি, সেখ আজিমুল,সেখ মালেকজান,শৈবাল ব‍্যানার্জি,পার্বতী দে,সবিতা চ‍্যাট্টার্জি,মহুয়া রায়,করবী রায়,অশোক কুমার সরকার প্রমুখ প্রায় পঞ্চাশ জন স্বরচিত কবিতা পাঠ অথবা বক্তব্য পরিবেশন করেন।অনুষ্ঠান সমাপ্তির পর্বে সুর সম্রাজ্ঞী,কোকিল কন্ঠী সম্প্রতি প্রয়াতা কিংবদন্তি লতা মঙ্গেশকরের স্মরণে তাঁর সংগীতের কয়েকটি লাইনকে সুর সহযোগে কন্ঠ মিলিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। স্বনামধন্য সঞ্চালক শ‍্যামাপ্রসাদ চৌধুরীর এক বিশেষ প্রয়াস।এছাড়াও সঞ্চালনায় ছিলেন সেখ জাহাঙ্গীর ও কল্পনা রায়।