|
---|
শেখ আবদুল আজিম : ১৩ই ফেব্রুয়ারি রবিবার নবাবপুর রেউজির চক সোশ্যাল যুবক সংঘ ও মানব কল্যাণ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কুমির মোড়া এস এ আর কে হাটপুকুর দাদা ভাই সংঘ এফবি বেঙ্গল হলমার্ক জুয়েলারি মিনহাজ দা ভগবতীপুর বাজার ম্যাজেস্টিক এফসি জয়রামবাটি বাঁকুড়া এআলি এন্টারপ্রাইজ বেগমপুর জহর স্পোটিং ক্লাব জলামাদুল মাদ্রাসা পাড়া আসিফা এন্টারপ্রাইজ জঙ্গিপুর মুর্শিদাবাদ মোল্লা স্পোটিং ক্লাব পশ্চিম ভগবতীপুর এলিয়াচ আলী মোল্লা উক্ত এই আটটি দল অংশগ্রহণ করে প্রথম সেমিফাইনাল খেলা হয় জহর স্পোটিং ক্লাব ভার্সেস কুমীরমোড়া এস এ আর কে ক্লাব কে হারিয়ে জহর স্পোটিং ক্লাব জলামাদুল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাজিস্ট্রিক এফসি ভার্সেস এফবি হলমার্ক জুয়েলারি ভগবতীপুর ম্যাজিস্ট্রিক এফসিকে হারিয়ে এফবি হলমার্ক জুয়েলারি ভগবতীপুর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ফাইনাল খেলা আগে আতশবাজির প্রদর্শনী করা হয় ফাইনালে ৪ -০ গোলে এফবি বেঙ্গল হলমার্ক জুয়েলারি কে হারিয়ে জহর স্পোটিং ক্লাব জয় লাভ করে শীতের আমেজে গ্রামের সাধারণ মানুষ উক্ত খেলা উপভোগ করলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি এছাড়া চন্ডীতলা এক নম্বর ব্লক সমিতির সহ-সভাপতি মলয় খা চন্ডীতলা ১নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মোশারফ আলী এছাড়া নবাব পুর অঞ্চল প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গির মল্লিক এক্স প্রধান সিরাজুল হক মল্লিক এছাড়া নবাবপুর অঞ্চলের সদস্যবৃন্দ বিশিষ্ট সমাজসেবী হাজী মকিম মল্লিক এলাকার বিশিষ্ট গুণীজন প্রমূখ