পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের গোলোকপতি ভবনে

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্মেলন…… রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের নবম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের গোলোকপতি ভবনে। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান ও শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা নেতৃত্ব সন্টু ওঝা। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক শান্তনু সিনহা। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ ড.কুলদীপ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব বাবুলাল শাসমল,চন্দ্রশেখর দাস, শিক্ষক নেতৃত্ব জগন্নাথ খাঁন প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ছয় জন প্রতিনিধি। শুভ্রাংশু শেখর সামন্তকে সম্পাদক, সুদীপ কুমার খাঁড়াকে সভাপতি এবং পার্থসখা গোস্বামীকে কার্য্যকরী সভাপতি নির্বাচিত করে একটি নতুন কমিটি গঠিত হয়।