সাদিপুরে ক্রিকেটে সেরা সোহন একাদশ

সেখ সামসুদ্দিন: ১৩ ফেব্রুয়ারিঃ পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর অ্যাথলেটিক ক্লাব পরিচালিত ২দিন ব্যাপী ৮ দলীয় ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয় সাদিপুর নদী তীরবর্তী মাঠে। টূর্ণামেন্টের উদ্বোধন করেন জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার। রবিবারের ফাইনাল খেলা সোহন একাদশ ও এস.বি.লাইফ. একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। সোহন একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সোহন একাদশ প্রথমে ব্যাটে করে ৮ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান করে। চন্দন বাবুলাল রায় ২৬ বলে ৮৩ রান ও রন ৩ ওভারে ৫৫ রানে ৪ উইকেট সংগ্রহ করে । পরিবর্তে এস.বি.লাইফ একাদশ ৮ ওভারে ২ উইকেটে ১০৭ রান করে ৪২ রানে পরাজিত হয় । দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাদিপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষে সৌমেন্দ্রণাথ মান্না মিত্র জানান, জয়ী দলের চন্দন বাবুলাল রায় খেলার সেরার সেরা নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সৌমেন্দ্রণাথ পাল, সমাজসেবী সন্দীপন সরকার সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।