|
---|
আজিম শেখ ,নতুন গতি, রামপুরহাট : রামপুরহাট মমতাময় মানবিক স্টলের সুচনা হয়েছে এক বছর আগে, উদ্দেশ্য বস্ত্র বিতরন ।গরীব অসহায় মানুষ যারা বস্ত্র পায় না তাদের বস্ত্রের জোগান দেবার উদ্দেশ্য এই স্টল খোলেন সমাজসেবী আব্দুর রেকিব মহাশয়। শহরের সমস্ত মানুষদের কাছে আবেদন জানান পুরনো জামা কাপড় তারা যেনো এই স্টলে দিয়ে যান। তার আহব্বানে সাড়া দেন শহরবাসী।সারা বছর সব সময় বস্ত্র পান গরীব দুঃখী মানুষেরা। শুধু পুরনো জামা কাপড় নয় পুজো ,ইদে নতুন বস্ত্র বিতড়ন করেন রেকিব বাবু। রামপুরহাট পাঁচমাথার মোড়ে এই স্টলটি রয়েছে। রেকিব বাবুর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন পাঁচমাথার বাসিন্দা মত বসিরুদ্দিন সেখ স্বপন। তিনি জানান প্রতিদিন শহরের প্রানকেন্দ্র পাঁচ মাথায় প্রচুর গরীব অসহায় মানুষ আসেন, যাদের গায়ে পোশাক থাকে না। আমার মানবিক স্টলে নিয়ে গিয়ে পোশাক দিই। এই উদ্যোগ প্রশংসার যোগ্য। রেকিব বাবু সুধু বস্ত্র বিতড়নে থেমে থাকতে চান না। প্রকৃতির ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্য আজ চারাগাছ বিতরণ করেন ওই স্টল থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জানান দিন দিন প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে ,জলস্তর কমছে গাছ লাগানো অতি প্রয়োজন। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই উদ্যোগ নিয়েছে।আজ মমতাময় মানবিক স্টল থেকে চারাগাছ বিতরণ করায়, আমি তাদের কে কৃতজ্ঞতা জানাচ্ছি। উদ্যোক্তা আবদুর রেকিব জানান প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্য আজ চারাগাছ বিতরণ করলাম। আগামীদিনে আরো বিভিন্নভাবে সমাজ সেবা মুলক কাজ করবো। ওই অনুষ্ঠানে সাংবাদিকরাও বক্তব্য রাখেন চারা গাছ লাগানোর উপোকারিতা নিয়ে।