সাবধান হন। সতর্ক থাকুন

জাহির হোসেন, কলকাতা : Online এ কোন product আপনি order করেছেন কিনতু আপনি delivery পাচ্ছেন না বা delivery পেয়েছেন কিন্তু product আপনার পছন্দ নয়, ফেরত দিয়ে টাকা ফেরত চান। আবার আপনি অন্য কোথাও থেকে loan নিয়ে online কোন product কিনতে চান, আপনি Google search করে customer care number বের করে phone করেন এবং আপনার problem বলেন, কিন্তু কখনো phone number টি যাচাই করেন না, Google এ দেওয়া বেশির ভাগ customer care number Fake. অপর প্রান্ত থেকে আপনাকে সবরকম সাহায্যের কথা বলবে, Any Desk নামে একটি apps download করতে বলবে বা online payment system এর মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কথা বলবে বা অন্য কোনো পদ্ধতিতে আপনার Bank details জেনে নেবে বাকিটা ইতিহাস, আপনার Bank account এর সব টাকা তুলে নেবে, তাই Google search করে customer care number দেখে phone করার আগে অবশ্যই যাচাই করুন, তারপর contact করুন……… সাবধান হোন এবং অপরকে সাবধান করুন।