চীনা গুপ্তচরকে ১০ দিনের হেফাজতে নিল উচ্চ তদন্তকারী সংস্থা এসটিএফ

মালদা-‌ চীনা গুপ্তচরকে ১০ দিনের হেফাজতে নিল উচ্চ তদন্তকারী সংস্থা এসটিএফ। বুধবার কালিয়াচক থানার পক্ষ থেকে এসটিএফ-‌র হেফাজতে নেওয়া হয়। তদন্তের স্বার্থে চীনা গুপ্তচরকে কোথায় নিয়ে গিয়ে জেরা করা হবে, তা গোপন রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসোকিউটর দেবজ্যোতি পাল জানান, ‘‌ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গত ১২ জুন ভারত-‌বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ ওই চীনা নাগরিককে আটক করে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর থেকে কালিয়াচক পুলিশের হেফাজতেই ছিল সে। বুধবার এসটিএফ-‌এর হাতে তুলে দেওয়া হল।’‌