কলকাতা প্রেসক্লাবের জন্মদিনের অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা দিবস পালিত।

লুতুব আলি, নতুন গতি :  কলকাতা প্রেসক্লাবের জন্মদিনের অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা দিবস পালিত হল। ঘটনাচক্রে কলকাতা প্রেসক্লাবের ফাউন্ডেশন ডে ও ভারতের জাতীয় পতাকা দিবস একই দিনে ২২ জুলাই। ঐতিহ্যপূর্ণ কলকাতা প্রেসক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সম্পাদক কিংশুক প্রামানিক। এই অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন উপলক্ষে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্র বসুকে বিশেষভাবে সম্মানিত করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, বিদ্যাসাগরের উত্তরসূরী বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর। এই অনুষ্ঠানে এছাড়াও যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষভাবে সম্মানিত করা হয় ও ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় তাঁরা হলেন, বিশিষ্ট কবি ও গীতিকার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী পরাশর বন্দ্যোপাধ্যায়, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরী বিশিষ্ট সাহিত্যক অমিতাভও বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাট, বিশিষ্ট সাহিত্যিক রাজীব শ্রাবণ, অজয় ভট্টাচার্য, অগ্রজ ও বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, আজকাল পত্রিকার চেয়ারম্যান সত্যম রায় চৌধুরী প্রমুখ। উল্লেখ্য কলকাতা প্রেসক্লাবের ফাউন্ডেশন ডে উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান গুলি ছিল সেগুলি হল : পতাকা উত্তোলন, কলকাতা প্রেসক্লাবের ফাউন্ডেশন ডে উপলক্ষে একদিনের প্রদর্শনী ফুটবল ম্যাচ। এই খেলায় অংশগ্রহণ করে India Veternas একাদশ বনাম কলকাতা প্রেসক্লাব একাদশ। অনুষ্ঠানে এছাড়াও ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন। সংবাদ প্রভাকর সেরা সাংবাদিক অ্যাওয়ার্ড সম্মাননা। প্রেসক্লাবের লনে সান্ধ্যকালীন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, একটি পতাকায় তিনটি রং এর সমাহার বার্তা দেয় শান্তি, সম্প্রীতি ও ঐক্যের। পৃথিবীর সমস্ত দেশ গুলির মধ্যে ভারতের জাতীয় পতাকা সমগ্র পৃথিবীর মধ্যে সেরা। এই জাতীয় পতাকা দিবসে সম্মাননা পেয়ে ভীষণ খুশি হয়েছি ও গর্ব অনুভব করছি। আমাদের উচিত ভারতবর্ষের সার্বভৌমত্বকে আরও আন্তরিকভাবে লালন-পালন করা ও রক্ষা করা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের অন্যতম সদস্যা মধুমিতা ধুত প্রমুখ।