|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা : ‘শুধু কলকাতা নয় ,এবার দুর্গাপুজোর কার্নিভাল রাজ্যজুড়ে। বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর এমন ই বার্তা দিয়েছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে এবার জেলায় জেলায় পালিত হল কার্নিভাল। ৭ই অক্টোবর শুক্রবার জেলার সেরা ২৪টি পুজো কমিটিকে নিয়ে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় বারাসাত-টাকি রোড় সংলগ্ন শতদল ক্লাবের মাঠে থেকে প্রতিমা সহ শোভাযাত্রা, চাঁপাডালি মোড়ে মূল মঞ্চের সামনে প্রদর্শনীতে মেতে উঠেছিল এবারেই প্রথম জেলায় এই পুজো কার্নিভাল। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্র আগেই জানিয়েছিল জেলার ২৪টি সেরা পুজো কমিটি অংশগ্রহণ করবে এদিনের শোভাযাত্রায়। বারাসাত,বারাকপু্র, বনগাঁ মহকুমা র সেরা পুজো কমিটি ট্যাবলো এই কার্নিভালে অংশগ্রহণ করে। দুপুরের পর থেকেই কাঁচরাপাড়া ১৬র পল্লী দুর্গাপুজো কমিটি, পাল্লা দক্ষিন পাড়া পুজা কমিটি- গোপালনগর,গরপাড়া বিধান স্মৃতি সঙ্ঘ- গোবরডাঙা, সন্তোষপুর মোড় দুর্গোৎসব পুজা কমিটি- আমডাঙা, বিড়া বল্লভপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটি- অশোকনগর,উদয়ন সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি- সোদপুর,কামারথুবা প্রগতি সঙ্ঘ- হাবড়া,নবদয় সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি-ঘোলা সোদপুর,মধ্য নোনা চন্দনপুকূর অধিবাসী বৃন্দ – বারাকপুর, দত্তপুকুর অগ্রনী বহুমূখী সংস্থা- দত্তপুকুর,উদয়রাজপুর নেতাজী সঙ্ঘ দুর্গাপুজা কমিটি-মধ্যম গ্রাম,এছাড়াও বারাসাতের কয়েকটি পুজা কমিটি ও তাদের প্রতিমা সহ শোভাযাত্রা একে একে শতদল ক্লাবের মাঠ থেকে চাঁপাডালি মোড়ে মূল মঞ্চের সামনে প্রদর্শনীতে মেতে উঠেছিল উওর২৪পরগনা জেলা র কার্নিভ্যাল। চাঁপা ডালি মোড়ে ছিল মোট ৪টি মঞ্চ,মূল মঞ্চে জেলা শাসক শ্রীকুমার দ্বিবেদী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক, বিধানসভা র মূখ্য সচেতক নির্মল ঘোষ,বিধায়ক রফিকুর রহমান, বনমন্ত্রী নারায়ন গোস্বামী,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ,কে,এম,ফারহাদ সহ জেলার পৌরসভা ও পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধিগন।কার্নিভাল দেখতে আসা দর্শনার্থীদের জন্য রাস্তার দুই পাশে ব্যবস্থা ছিল, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক পল্লব পাল দপ্তরের কর্মীদের নিয়ে পরিচালনায় ছিলেন।