বিপন্ন প্রসূতি পাশে দাঁড়ালেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।

লুতুব আলি, বর্ধমান, ৮ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ভূমি পুত্র, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান একের পর এক সামাজিক কাজ করে মানবিক হয়ে উঠেছেন। একধারে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যদিকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি র পদে পুনর্নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক ও রাজনৈতিক কাজের ঊর্ধ্বে গিয়ে জামালপুরের বুকে তিনি এখন এক মানবিক মুখ। আর্থিকভাবে বিপন্ন সন্তানসম্ভবা প্রসূতি শকুন্তলা সরদারের সমস্ত খরচ এবং অস্থায়ী বাসস্থানটিকে স্থায়ীভাবে করে দিয়েছেন। আজ ৮ অক্টোবর প্রসূতিটিকে জামালপুর গ্রামীণ হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন মেহেমুদ খান। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চমীতে যখন একইসঙ্গে রাজ্যের সমস্ত জেলার দুর্গা পুজো ভার্চুয়াল এ উদ্বোধন করছিলেন মেহেমুদ খান তখন জামালপুরের কাড়ালাঘাট ব্যবসায়ী সমিতির দুর্গা পূজা মন্ডপে উপস্থিত ছিলেন। সেই সময় তাঁর কাছে খবর আসে শকুন্তলা সরদার ঝুপড়িতে নিরন্ন অবস্থায় পড়ে আছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে মেহেনুদ খান দৌড়ে গিয়ে বিপন্ন প্রস্তুতিকে জামালপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। একইসঙ্গে তার পরিবারকে কিছু নগদ অর্থ ও খাবারের বন্দোবস্ত করে দেন। এ ব্যাপারে এগিয়ে আসেন গ্রামীন চিকিৎসক রাশেদ হালদার ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বাচ্চু মাঝি এবং মনোজ কাপাসি। এক সাক্ষাৎকারে মেহেমুদ খান বলেন, সন্তানসম্ভবা প্রসূতিকে বর্ধমানে পাঠানো হল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। যেকোনো মুহূর্তে তিনি মা হবেন। এই বিপন্ন প্রসূতির খবর আমার কাছে ছিল না। খবর পাওয়া মাত্রই আমি তড়িঘড়ি সমস্ত রকমের ব্যবস্থা করে দিয়েছি। পরিবারটির পাশে থেকে সব রকম সহযোগিতার তিনি আশ্বাস দেন। মেহেমুদ খানের এই মহতী উদ্যোগের প্রতি জামালপুরবাসী সাধুবাদ জানিয়েছেন।