ভারত স্কাউট এন্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় রক্তদান শিবির

মালদা,২৬ জুন: গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনে ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ও জামতলা কল্যান সংঘ ব্যবস্থাপনায়, ভারত স্কাউট এন্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায়, রক্তদান শিবির এবং রক্তের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন জামতলা আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং ক্লাব সদস্য।এদিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বামন গোলা গ্রাম পঞ্চায়েত ভবন জামতলায়। তিনজন মহিলা সহ ৫১ জন রক্তদান করেন। শিবিরে উল্লেখযোগ্য রক্তদাতা সুশান্ত সরকার ,সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বামন গোলা কেন্দ্র ,গৌতম রায় রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী সিম্পথেটিক ক্লাব পাকুয়াহাট। শিবিরে রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন অনিল কুমার সাহা, রক্তদান আহবায়ক ভারত স্কাউট এন্ড গাইডস মালদা জেলা শাখা। এই শিবিরকে সাফল্য মন্ডিত করতে এগিয়ে এসেছেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের কর্মকর্তাগন বরুণ সরকার, বিনোদ বিহারী বিশ্বাস, তপন রায়, তুষার কান্তি বণিক, সুপ্রভাত চক্রবর্তী প্রমূখ। প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যেও শিবির সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান রিয়াজুল ইসলাম, সম্পাদক জামতলা কল্যাণ সংঘ বামন গোলা মালদা।,