|
---|
মালদা, ২৬ জুন । চাচোল মহকুমায় সংশোধনাগার তৈরি তদারকিতে মালদা এলেন কারা দপ্তরের ডিজি শিবাজী ঘোষ । বুধবার সকাল ১০ টা নাগাদ হেলিকপ্টার করে তিনি মালদা বিমানবন্দর আসেন। সেখান থেকে সড়ক পথ ধরে চাচোল মহকুমায় সংশোধনাগার প্রস্তুতির কাজ দেখতে যান। এরপর বিকেলে মালদা জেলা সংশোধনাগারে পরিকাঠামো ব্যবস্থা কিরকম রয়েছে তারও তদারকি করেন কারা দপ্তরের ডিজি। তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।
কারা দপ্তরের ডিজি শিবাজী ঘোষ বলেন, চাচল ১ ব্লকের নতুন করে একটি সংশোধনাগার তৈরির কাজ চলছে । তারই প্রস্তুতি কিরকম রয়েছে সেটা খতিয়ে দেখতে এদিন মালদায় তিনি এসেছেন। সবকিছু ঠিকঠাক ভাবে চললে আগামী বছর মার্চ মাসের মধ্যে আশা করা যাচ্ছে নতুন এই সংশোধনাগারটি চালু করে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাচল ১ ব্লকের মহকুমা আদালতের পিছনে কদলা নামক একটি সরকারি জায়গায় মহাকুমা সংশোধনাগার তৈরি কাজ চলছে। সরকারি প্রায় পাঁচ একর জমি নিয়ে নতুন এই সংশোধনাগারটি তৈরি হচ্ছে। যেখানে প্রায় ৩০০ বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দীদের থাকার ব্যবস্থা করা হবে। এর সঙ্গে সংশোধনাগারের সংলগ্ন একটি পুলিশ ব্যারাক তৈরি করা হবে । এজন্য রাজ্য সরকার ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যে নতুন সংশোধনাগার তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, চাচোল মহকুমা আদালত গড়ে উঠলেও সেখানে এখনো তৈরি হয়নি সংশোধনাগার। যারফলে চাচোল মহকুমা ছয়টি ব্লকের বিভিন্ন মামলায় অভিযুক্ত বিচারাধীন বন্দীদের মালদা জেলা সংশোধনাগারে রাখার ব্যবস্থা করা হয়েছে। চাচল থেকে মালদা শহরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। প্রতিদিনই সংশোধনাগার থেকে চাচোল মহকুমা আদালতে বিচারাধীন বন্দীদের পুলিশ নিয়ে যাওয়া আসা করে । আইন-শৃঙ্খলা বাহিনীদের কঠোর নিরাপত্তার মধ্যে বিচারাধীন বন্দীদের নিয়ে যেতে হয় ।এর ফলে গাড়ির তেল খরচ হচ্ছে বিপুল পরিমাণে । এইসব সমস্যাকে দেখেই রাজ্য সরকার চাচোল মহকুমায় নতুন একটি সংশোধনাগার তৈরির পরিকল্পনা নিয়েছে।
এদিন কারা দপ্তরের ডিজি শিবাজী ঘোষ বলেন , চাচোল সংশোধনাগারের কাজ জোরকদমে চলছে। সেই সংশোধনাগারের কাজ খতিয়ে দেখা হয়েছে । আশা করছি খুব শীঘ্রই এই সংশোধনাগারের কাজ শেষ হয়ে যাবে। আগামী বছর মার্চ মাসের মধ্যে চাচল মহকুমা সংশোধনাগারটি চালুহয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ছবি ——– চাচল মহকুমায় সংশোধনাগারের কাজ খতিয়ে দেখতে কারা দপ্তরের ডিজি শিবাজী ঘোষ সহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।