|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে চলছে তৃণমূল-বিজেপি তরজা, যার নবতম সংযোজন, রাস্তা আটকে নমাজ পাঠ নিয়ে বিরোধিতা করে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ কর্মসূচী বিজেপির ।
প্রতি শুক্রবার মসজিদে বিশেষ নমাজ পাঠ করেন মুসলমান ধর্মাবলম্বীরা৷ অনেক সময় জায়গা কমের কারণে মসজিদ সংলগ্ন রাস্তায় বসেও নমাজ পাঠ করেন তাঁরা৷ তার জেরে যানজটের সমস্যা তৈরি হয় কমবেশি। জুম্বা বারে রাস্তায় নমাজ পাঠের জেরে যানযটের এই সমস্যাকে ইস্যু করেই এবার ময়দানে গেরুয়া শিবির ।
এই প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ওপি সিং বলেন, ‘‘প্রতি শুক্রবার নমাজের জন্য গ্র্যান্ড ট্যাংক রোড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়৷ রোগী মারা যাচ্ছেন৷ অফিস যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না৷ তাই শুক্রবারের নমাজের পালটা হিসাবে এবার থেকে মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করবেন বিজেপি কর্মী সমর্থকরা৷ গতকাল হাওড়ার বালিখালের কাছে রীতিমতো রাস্তা আটকে হনুমান চালিশা পাঠও করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার (সদর) সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘আমরা নমাজ পাঠ জন্ম থেকে দেখে আসছি। এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এসব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।’’