|
---|
খান আরশাদ, বীরভূম: সারা দেশের সাথে বীরভূমের রাজনগর থানায় যথাযথ মর্যাদার সাথে পালিত হল আন্তজাতিক মাদক বিরোধী দিবস। মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২ তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন মাদকজাত দ্রব্যের সেবনে যুবক সম্প্রদায় লক্ষভ্রষ্ট হয়ে অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছে। নেশার কুফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈশব। নেশার কুফল থেকে মুক্ত করতে সমাজকে সচেতন করার লক্ষে প্রশাশনিক তরফে শুরু হয়েছে প্রচারাভিযান। আজ বুধবার মাদক বিরোধী দিবস উপলক্ষে বীরভূম জেলা পুলিশ ও আবগারি দপ্তরের উদ্যোগে রাজনগর থানার পরিচালনায় একটি র্যালি করা হল। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর তত্বাবধানে এই সাইকেল ও মোটর বাইক র্যালিতে অংশ নেন রাজনগর থানার সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশকর্মীরা।