|
---|
মহঃ সফিউল আলম,নতুনগতি, রাজনগর: বীরভূম জেলার রাজনগরে আজ বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়৷ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক স্লোগান ছিল৷ সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের বিষয়ে সকলকে অবহিত করা হয়৷ উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতা, কর্মী, সমর্থকবৃন্দ প্রমুখ৷ মিছিল পরিক্রমার সময় পুলিশি নিরাপত্তাও ছিল যথেষ্ট৷
এদিন সকালে উক্ত মিছিলটি রাজনগর বাজার, থানা রোড, বাসস্ট্যান্ড, ডাকবাংলো প্রভৃতি রাস্তা পরিক্রমা করে৷ তৃণমূল নেতাদের মধ্যে সুকুমার সাধু, সৌমিত্র সিংহ, মহঃ শরিফ, সেখ কাবুল, প্রাণতোষ ওঝা প্রমুখ মিছিলে এদিন পা মেলান৷ রাজনগর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য দলীয় কর্মী সমর্থকরা এসে মিছিলে যোগ দেন এদিন৷ রাজনগর থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের এক্ষেত্রে যথেষ্ট তৎপর থাকতে লক্ষ্য করা যায়৷ শেষ পর্যন্ত এদিনের উক্ত কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে৷