নাগাল্যান্ডে সেনাবাহিনীর গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে ঘিরে বিক্ষোভ এসইউসিআই-এর

শিলিগুড়ি: নাগাল্যান্ডে সেনাবাহিনীর গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল এসইউসিআই। আজ এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল এসইউসিআই।

    বুধবার শিলিগুড়ির কোর্ট মোড়ে দলীয় কার্যালয় থেকে প্লাকার্ড হাতে মিছিল করে হাসমিচকে গিয়ে বিক্ষোভ দেখায় এাইউসিআই নেতা কর্মীরা। বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানোর পর ফের মিছিল করে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ করা হয়। এসইউসিআইয়ের তরফে অবিলম্বে AFSPA আইন বন্ধ করার দাবি জানানো হয়। তা না হলে গোটা দেশ জুড়ে আন্দোলন করার হুমকি দেন তারা।