|
---|
মাসুম আনসারি, নতুন গতি, ধুলিয়ান: গতকাল রবিবার সামশেরগঞ্জ সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে বিরাট ধর্মীয় জলসা সুসম্পন্ন হলো সামশেরগঞ্জ মাঠপাড়ায়। প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হলো ইসলামিক জলসা ও গজলের এর মেহফিল।
রবিবার সন্ধ্যা থেকে আমন্ত্রিত গজল শিল্পীদের দ্বারা ইসলামিক গজল পরিবেশিত হল। গজল পরিবেশিত করেন ঈদ-কা তোফা ক্যাসেটের শিল্পী ইসমাইল হোসেন আনসার। এই ইসলামিক জলসায় বক্তব্য রাখেন মুমতাজুল ইসলাম। এছাড়া প্রত্যোক বক্তা কুরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।