স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ রক্ষার্থে স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াস রাজনগর ও খয়রাশোলে


খান আরশাদ, রাজনগর ঃ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বীরভূম জেলার রাজনগর ও খয়রাশোল ব্লকের বিভিন্ন প্রাথমিক ও নিন্মবুনিয়াদি বিদ্যালয় সমূহে স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে ।আজ সংস্থার রাজনগর কার্যালয়ে প্রোগ্রাম কো অর্ডিনেটর শ্যামশ্রী মুখার্জি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে শোনালেন তাদের কাজকর্মের কথা।

    রাজনগর ব্লকের পাঁচটি পঞ্চায়েতের চল্লিশটা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মধ্যে কাজ চলছে। শৌচাগার সংস্কার ও ট্যাপকলের মাধ‌্যমে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা,খাওয়ার আগে ও পরে হাত ধোয়া ইত্যাদি ব্যবস্থার কাজগুলো বিঙ্গানসম্মত ভাবে করানো চলছে। এদিন সংস্থার প্রজেক্ট অফিসার ডক্টর বনশ্রী দাস সাংবাদিকদের সরজমিনে নিয়ে যান কাজ দেখাতে, নিয়ে যাওয়া হয় বড়শাল প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর শম্ভু বংশী নিন্ম বুনিয়াদি বিদ্যালয়ে। বড়শাল প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক প্রেমনাথ মাজি ও এক সাক্ষাৎকারে সংস্থার কাজে আনন্দ ব্যক্ত করেন।