মালদার হবিবপুর ব্লকের আইহো বারুই পাড়ায় নদী ভাঙ্গনে সাতটি বাড়ি ভয়াবহ অবস্থায়

মালদার হবিবপুর ব্লকের আইহো বারুই পাড়ায় নদী ভাঙ্গনে সাতটি বাড়ি ভয়াবহ অবস্থায়

    নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের আইহো বারুই পাড়ায় নদী ভাঙ্গনে সাতটি বাড়ি ভয়াবহ অবস্থায়। গত বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি জেরে সাতটি বাড়ি মধ্যে দুটি বাড়ির অধেক অংশ ধসে পড়েছে ইতি মধ্যে সেই বাড়িতে থাকা জিনিসপত্র সড়ানো কাজ শুরু করেন। এই পরিস্থিতিতে আতঙ্কে কাটাছে আইহো অঞ্চলের বারুই পাড়ার সাতটি পরিবার।নদী ভাঙ্গনে কেটে যাওয়া পরিবারে কৃষ্ণা দাস বলেন, আমাদের এই নদী ভাঙ্গন ২০১৭ সাল থেকে শুরু হয়েছে সরকারের কাছে বার বার জানানো হয়েছে কিন্তু কোন সুরাহা হয়নি। ব্লক প্রশাসন ও আইহো গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্য সকলেই এসেছিলেন দেখে যান আশ্বাস দিয়ে যায় কিন্তু সঠিক কাজ হয়নি বলে অভিযোগ করেন। অন্য দিকে টোটোন দাস বলেন এই লক ডাউন আগে ভাঙ্গন শুরু হয়েছিল কিন্তু কাজ হবে আশ্বাস দেওয়া হয় কিন্তু কোন কাজ হয়নি এই পরিস্থিতিতে নদীর ভাঙ্গন বাঁধার জরুরি খুব জরুরি আজ আমাদের বাড়ি অধেক অংশ নদীতে যেতে বসেছে তিন থেকে চার বার প্রশাসনে কাছে লিখিত ভাবে সেচ দপ্তর থেকে শুরু করে গ্রামপঞ্চায়েত, ব্লক প্রশাসন, বার বার জানানো হয়েছে তাদের তরফে শুধু আশ্বাস দেওয়া হয় কাজ হবে কিন্তু কোন কাজ হছে না আজ কাজ না হওয়া বাড়ির অধেক অংশ নদীতে চলে গিয়েছে। এ বিষয়ে আইহো গ্রামপঞ্চায়ের সদস্য অমৃত হালদার বলেন তিন মাস আগে একবার ভাঙ্গন হয় সে সময় পরির্দশন করে গিয়েছিল বিডিও আশ্বাস বলা হয় লক ডাউনের পরে কাজ হবে কিন্তু গত কাল রাতে বৃষ্টিতে বাড়ির কিছু অংশ নদীতে নেমে যায়।