|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
বীরভূম জেলার মুরারই ২নম্বর ব্লকের পাইকর থানার অন্তর্গত সুহুদিঘি গ্রামে এক বাল্যবিবাহ রদ করলেন চাইল্ড লাইন কর্মীরা। গত ০৭/০৬/২০২০ রামপুরহাট চাইল্ড লাইন এর ইনফরমেশনে এবং সেক্রেটারি ডিএলএস এ সিউড়ি বীরভূম দেবজ্যোতি মুখার্জি মহাশয় এর নির্দেশনায় আব্দুল কুদ্দুস ও মাসুমা খাতুন PLV(Bonhat GP) উপস্থিতিতে মুরারই ২নং ব্লকের অধীন সুহুদিঘি গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ করলেন। সেদিন খবর পাওয়া মাত্র তারা বিয়ের বাড়িতে পৌঁছায়।
সেখানে দেখেন একদশ শ্রেণীর ছাত্রীর বিয়ের ব্যাবস্থা করেছে তার পিতা অ্লিকুল শেখ , মাতা হাবিব বিবি ।তার মেয়ের বয়স ১৭ বছর ।তার বিয়ে ঝাড়খন্ডে বিয়ে দেবার উপক্রম করে ফেলেছে তার বাবা মা।
খবর পেয়ে আমরা তাদের মাঝে গিয়ে উপস্থিত হয়ে পড়ি। আমরা মেয়েটির বয়স জানার পরে মেয়ের অভিভাবক সহ আরো কয়েকজনকে বুঝিয়ে বলতে লাগলাম যে, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। সরকারি নিয়ম অনুসারে সবাইকে জেলে যেতে হতে পারে। তাছাড়া মেয়েদের অল্প বয়সে বিয়ে স্বাস্থ্যের পক্ষে খারাপ এবং সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী এইসব প্রকল্পের টাকা হইতে বাদ পড়িবেন।
এসব কথা বার্তা শুনে তাদের মনে জ্ঞান এল এবং বিয়ে বন্ধ রাখিলো। অবশেষে আমরা বন্ড পেপারে সই করে নিলাম এবং স্বিকার ও অঙ্গীকার করা করলাম।তারা বললেন যে, আমাদের মেয়ের যত দিন পূর্ণ বয়স না হবে আমরা এর বিয়ে বন্ধ রাখবো ।এবং যখন ১৮ বছর পূর্ণ হবে প্রশাসনের সহযোগিতায় বিয়ে দিব।