|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কেশপুর:
বিধানসভা নির্বাচন শিয়রে । যুযুধান সমস্ত রাজনৈতিক দলই ভোট প্রচারে এক অপরকে টেক্কা দিচ্ছেন। এক সময়ের সিপিএমের আঁতুরঘর কেশপুরে সংযুক্ত মোর্চার কেশপুর বিধানসভার বাম প্রার্থী রামেশ্বর দোলইয়ের সমর্থনে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আই এস এফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উপড়ে ফেলার আহবান করেন। তিনি মন্তব্য করেন পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। কেমন ভাবে তৃণমূল কংগ্রেসের সময় হয়ে গেছে তাই তারা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে হবে ।
কিসের জন্য আইএসএস গঠন তিনি করেন তার কারণ তুলে ধরেন । তিনি বলেন আমরা ভাতা চাইনা, আমার শিক্ষা চাই ,আমরা অধিকার চাই। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, মাথায় কাপড় দিয়ে মুসলমানদের মঞ্চে মাশাল্লাহ আল্লাহু আকবার , ও দোয়া চাওয়ার দরকার নাই কারণ।আমাদের ইমাম আছে। তারাই দোয়া করে নেবেন। ইমাম ভাতা না দিয়ে তার ছেলেকে চাকরি দিন। তিনি এদিন তার বক্তব্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন রাজনীতি মানে হিন্দু-মুসলমান, আদিবাসী উন্নয়ন নয়। রাজনীতি মানে রাষ্ট্রের উন্নয়ন। বিজেপি যখন এনআরসি আইন চালু করার আইন সংসদে এনেছিল, তখন টিএমসি সাংসদরা ভোট না দিয়ে বেরিয়ে চলে এসছিল। তখন থেকে তৃণমূলের সঙ্গে তাঁর রেষারেষি শুরু বলেন তিনি বলেন । তিনি এদিন আরও বলেন আমি যখন বিভিন্নভাবে আন্দোলন শুরু করলাম তখন তৃণমূল কংগ্রেস আমার ছেলেদেরকে মিথ্যা মামলায় জেলে ভোরে। সেইসময় সাংসদ মহম্মদ সেলিম, সূর্য্য বাবু থেকে শুরু করে অনেকে আমাকে প্রচুর সাহায্য করে।
এদিন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক তরুণ রায়, জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল সহ অন্যান্য আরো নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।