বীরভূমের রাজনগরের আবাদনগর গ্রামে আগুনে পুড়ে মৃত্যু গৃহবধূর

 

    খান আরশাদ,নতুন গতি, বীরভূম:

    বীরভূমের রাজনগরে আবাদনগর গ্রামের আগুনে পুড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। জানা গেছে রাজনগর থানার অন্তর্গত আবাদনগর গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির ভেতর থেকে সোমবার বিকেলে হঠাৎ স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখেন। সেখানে তাঁরা ছুটে গিয়ে দেখেন বাড়ির ভেতরে এক গৃহবধূ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতা ওই গৃহবধূর নাম লিয়াসা মন্ডল(২২)। তার স্বামীর নাম সন্তোষ মন্ডল ও শ্বশুরের নাম বলরাম মন্ডল বলে জানা গেছে। রাজনগর থানায় খবর দেওয়া হলে প্রায় সন্ধ্যা নাগাদ পুলিশ ওই গৃহবধূর দেহ উদ্ধার করে । কিভাবে ওই গৃহবধূর গায়ে আগুন লাগল তার তদন্ত করছে পুলিশ।