|
---|
নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর : রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচনের সাথে সাথে প্রচার শুরু করে ফেলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার নির্বাচিত হয়।
এদিকে নামখানা তে বেশ কিছু বিজেপি সমর্থকদের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। আবার কিষান মোর্চার সভাপতি গৌতম নস্করের নেতৃত্বে বিজেপি সমর্থকদের নিয়ে শ্যামাপ্রসাদ এর বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করেন কুল্পি তে। বিক্ষোভকারীরা জানান প্রার্থী পরিবর্তন না করলে আমরা ভোট বয়কট করবো।
অন্যদিকে মন্দির বাজারের উল্লনে বিজেপির কর্মী সম্মেলন করেন। সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার, বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস ও সহ-সভাপতি সুফল ঘেটু। এদিন কর্মী সভার পর একটি মিছিলও করেন তারা। অভিজিৎ দাস জানান আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, সারা রাজ্যে শাসকদলের দুর্নীতি মুক্ত করতে চাই আমরা। নব নির্বাচিত প্রার্থীর কাছে তার বিরুদ্ধে বিক্ষোভের কথা জানতে চাইলে তিনি জানান, আমার জানা নেই কোথায় বিক্ষোভ হচ্ছে বা কারা করছে। তবে যদি কারোর অভিযোগ থাকে আমি তাঁর সাথে সাক্ষাৎ করবো।