মুরার‌ইয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক

 

    নিজস্ব সংবাদদাতা- স্বাধীনতা দিবসের আগেই বড় সাফল্য মুরারই থানা পুলিশের। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানা পুলিশ পলসা মোড় থেকে একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে ২৫০০ মত জিলেটিন স্টিক ছিল বলে জানান মুরারই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খন্ড থেকে এই বিস্ফোরক পাচার করা হচ্ছিল। তবে চালক পলাতক এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মুরারই থানার ওসি তরুণ চট্টোপাধ্যায় জানান কে বা কারা কি উদ্দেশ্যে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল তার তদন্ত চলছে। তবে এই জিলেটিন স্টিক গুলো পাহাড়ে পাথরের ধ্বস নামানোর জন্য ব্যবহার করা হয়। পাথর ব্যবসায়ীরা বৈধ লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে এগুলো কিনেন তবে ঝাড়খন্ডে খুব কম দামে এগুলো পাওয়া যায়।

    ছবি অ্যানিমেশন প্রাপ্ত