প্রতি সোমবার ‘জনতার দরবার” খোলা হবে বিভিন্ন ব্লকে।

মালদা, ১৫ই জুলাই। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে প্রতি সোমবার বিভিন্ন ব্লকে খোলা হবে জনতার দরবার। সেখানে জেলার প্রশাসনিক কর্তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এই দরবারে। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে জনতার দরবার খোলা হয় মালদা টাউন হলে। বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ নিজেদের অভাব অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলেন জনতার দরবারে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে কোন কাজ হচ্ছে না, কেউ মারা গিয়েছে তার হয়তো মৃত্যু সংশাপত্র পাচ্ছেনা, চিকিৎসার গাফিলতি হচ্ছে, বিদ্যুৎ বিল বেশি হয়েছে তার কোন সুরাহা হচ্ছে না, সমস্ত কিছু এই জনতার দরবারে শোনা হবে সাধারণ মানুষের কাছ থেকে। এরপর প্রশাসনের উদ্যোগে সেই সমষ্যা সুরাহা করার উদ্যোগ নেওয়া হবে সেখানে।

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য প্রতিটি ব্লকে এই জনতার দরবার খোলা হবে সপ্তাহের সোমবার। সেখানে প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে মানুষের অভাব অভিযোগ শুনে সেটির সুরাহা করার চেষ্টা করবে।