|
---|
রহমতুল্লাহ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর তেঘরীপাড়া সালফী ভবনে অসহায় দুস্থঃ গরিবদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, কোভিড বিধি মেনেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও সদস্যবৃন্দরা, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, মোঃ নেজামুদ্দিন, মাসুদ আলোম, প্রমুখ। গোটাদেশ জুড়ে করোনা মহামারী ভয়ঙ্কর রুপ ধারণ করেছে, রাজ্যে লকডাউনের মধ্যে জীবন জাপন করছেন এলাকাবাসীরা তাই গরিবদের কথা ভেবেই দ্রুত ছুটে আসেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, কাবিলপুরের অসহায় বেক্তিদের বিস্কুট, মুড়ি, তেল, কুমড়ো, আলু, পিঁয়াজ, চিনি, সুয়াবিন, ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দিলেন ট্রাস্ট।
খাবার পেয়ে গ্রামবাসীরা আনন্দিত হয়ে ট্রাস্টকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন।