কৈলাসপুরে ম্যানুফ্যাকচারিং সংস্থার ভিত্তিস্থাপন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য

সেখ সামসুদ্দিন : ১২ জুনঃ মেমারি বিধানসভার উত্তর কৈলাসপুর মেশিন কটন এন্ড ফেন্সি নামে ম্যানুফ্যাকচারিং সংস্থার ভিত্তিস্থাপন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, স্নেহাশীষ ঘোষ দস্তিদার, সহ সংস্থার সদস্যবৃন্দ। ভিত্তিপ্রস্তর করার পর সংস্থার পক্ষে জানানো হয় এখানে পুরানো কাপড় থেকে সার্জিক্যাল তুলো ও ব‍্যাগ তৈরি করা হবে, যা কলকাতাসহ সারা ভারতের বাজারে চাহিদা আছে এবং এখান থেকে প্রাথমিকভাবে ৫০-৬০ জনের কর্মসংস্থান হলেও ভবিষ্যতে আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিধায়ক জানান পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এই ধরনের ছোট ছোট শিল্প করার জন্য গোষ্ঠী বা সমবায়ের ভিত্তিতে গ্রামীণ এলাকার মানুষকে উৎসাহিত করছেন মুখ্যমন্ত্রী।