মেমারি ১ ব্লক সংখ্যালঘু সেলর উদ্যোগে হেতমপুর গ্রামবাসিদের হাতে তলে দেন এন ৯৫ মাস্ক

সেখ সামসুদ্দিন : কোভিড নিয়ে যত প্রচার বলা যায় শহরকেন্দ্রিক। ফলে শহর অঞ্চলে কোভিড সচেতনতার যা চিত্র, গ্রামাঞ্চলে সম্পূর্ণ উল্টো চিত্র। ফলে সেই গ্রামীণ মানুষদের সচেতনতায় এগিয়ে এলো মেমারি ১ ব্লক সংখ্যা লঘু সেল। মেমারি ১ ব্লকের দেবীপুর অঞ্চলের হেতমপুর গ্রামে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ‍্য দিয়ে গ্রামবাসীদের হাতে এন ৯৫ মাস্ক তুলে দেওয়া হয়। সেখানে দেখা যায় ৯০ শতাংশ মানুষের মুখে মাস্ক নেই। এদিন ১২০টি মাস্ক তুলে দেওয়া হলেও গ্রামবাসীদের চাহিদা অনুযায়ী আরো তিনশো মাস্ক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়। এছাড়াও পরিবেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে কুড়িটি বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, সহ সভাপতি একরাম সেখ, পঞ্চায়েত সদস‍্য আনন্দ ক্ষেত্রপাল, অঞ্চল সংখ্যা লঘু সভাপতি নূর ইসলাম প্রমুখ। মীর পারভেজ উদ্দিন জানান এদিনে মাস্ক দিয়ে সম্পূর্ণ সহযোগিতা করেন জেলা যুব সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী।