|
---|
নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে প্রত্যেক মাসে মিড ডে মিল বাবদ বরাদ্দ খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে । আজ থেকে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা (উঃ মাঃ) কে খাদ্যসামগ্ৰী, সাবান, ঔষধ বিতরণ করা হয় । মাদ্রাসার শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইরফান আলী বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায়। বিশেষ ভাবে উল্লেখ করা যায় আজ খাদ্যসামগ্ৰী বিতরণ করতে ছুটিতে থাকা সত্ত্বেও পেশাগত টানে মাদ্রাসায় ছুটে আসেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব এ কে এম ফারহাদ সাহেব সহ নূরুল হাসান মোল্লা, শাহ আলম, ত্রিদিব সুন্দর ভদ্র সহ অন্যান্যরা ।
মিড ডে মিল বাবদ বরাদ্দ খাদ্যসামগ্ৰী বিতরণ প্রসঙ্গে মাদ্রাসার প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস বলেন , সরকারি নির্দেশ মতো কোভিড প্রোটোকল মেনে অভিভাবকদের হাতে খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হচ্ছে ।মাদ্রাসার সহ শিক্ষক একেএম ফারহাদ বলেন পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে খাদ্যসামগ্ৰী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে শিক্ষক মহাশয়রা তুলে দিচ্ছেন । আমরা দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে সরকারি বিধি নিষেধ মেনে সবরকম কাজ করে চলেছি বলে ফারহাদ সাহেব জানান ।