|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
প্রতিবছর ন্যায় এবারও মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পুজোর।পুজো উপলক্ষে শীতকে উপেক্ষা করেই কার্যত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মৃৎশিল্পীরা। আর মাত্র দুই দিন বাদেই সরস্বতী পুজো। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা ব্যস্ত তারা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী কুমারটুলির মৃৎশিল্পি সজল হাজরা জানান সারা বছরই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। আগামী ১০ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এবছর মোট ৬০টি প্রতিমা তৈরি করেছি। এক একটি প্রতিমা ৮০০ টাকা থেকে ২০০০ টাকায় বিক্রয় হয়। শুক্রবার মেঝিয়ারী কুমারটুলি থেকে সরস্বতী প্রতিমা বিভিন্ন মন্ডবে নিয়ে যাওয়ার হবে।