রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও ছাত্র সংবর্ধনা

আসমা খাতুন,বর্ধমান : বাংলার অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মত এবছরেও ১৬৩ টি গ্রামের দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এর সঙ্গে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের ৪ জন মেডিকেল ও ইঞ্জিনিয়ার এ সুযোগ পাওয়া ছাত্র কে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা, এস ডি পি ও আমিনুল ইসলাম খান, খণ্ডঘোষের এম এল এ নবীন বাগ, জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল দত্ত, সগড়ায় অঞ্চলের প্রধান শুভেন্দু পাল সহ অনেক বিশিষ্ট অতিথিরা।সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন অল্প দিনে পড়াশুনায় সারা জাগিয়েছে। রফিক খান, আলাউদ্দিন মন্ডল, মকবুল হোসেন, সেখ আব্দুল সোয়েল এদের মধ্যে দুজন মেডিকেলে ও দুজন ইঞ্জিনিয়ারিং এ সুযোগ পেয়েছে। এর মধ্যে সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন থেকে রফিক খান মাধ্যমিকে রাজ্যে ২২ ৱ্যাঙ্ক করেছিলো। মিশনের প্রাণ পুরুষ হাজী কুতুবুদ্দিন সাহেব বলেন একটা পিছিয়ে পড়া শ্রেণীকে আগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি।মহান আল্লাহ রাব্বুল আলামিন এর খাজানায় কিছু কম নেই। তারই সাহায্য প্রার্থনা করি।এই অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি হাজী বদরুল আলম, ট্রাস্টের উপদেষ্টা মাহবুবুল আলম ও মাহবুব আলী, স্বদেশ রায়, শ্যামসুন্দর সেন, উৎপল রায়, প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সাহেব সহ মিশনের শিক্ষক সহ ছাত্ররা উপস্থিত ছিলেন। এই মঞ্চে খণ্ডঘোষের গর্বের সন্তান মেহবুব সাহানা কে বিশেষ সম্মান জানানো হয়। মেহবুব বর্তমানে ইংল্যান্ড এর ম্যানচেস্টার বিশ্ববিদ্দালয়ের গবেষক। মেহবুব আধুনিক শিক্ষার জন্য এই মিশনকে সর্বত্ ভাবে সাহায্যের আশ্বাস দেন।