গ্রামবাসীর আবেদনে সাড়া দিয়ে গড়ে দিলেন মসজিদ “নূরে তাজ” হান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আব্দুল হান্নান, আপ্লুত সুজাপুরের বামন গ্রামের মানুষ

মালদা: সোমবার সকালে কালিয়াচক -১ ব্লকের সুজাপুরের বামনগ্রামে একটি নতুন মসজিদ” নূরে তাজ” ফিতে কেটে ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবী আব্দুল হান্নান। এই মসজিদে ৩০০ জনের বেশি মুসল্লি নমাজ পড়তে পারবেন। এই মসজিদ নির্মাণে পুরো খরচ দিয়েছেন হান্নান সাহেব।

    এদিন মসজিদ চত্বরে দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন আব্দুল হান্নান । তার পরিচালিত এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে বহু দুস্থ ছাত্র ছাত্রী, অসুস্থ মানুষ, শ্রমিক অনেকেই আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হয়েছেন। এছাড়াও একক উদ্যোগে একাধিক মসজিদ ও নির্মাণ করেছেন । এদিন 500 জনকে শীতবস্ত্র প্রদান করেন। এদিন এলাকার বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ বিশেষত বিধবাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্নধার সমাজসেবী আব্দুল হান্নান বলেন, মানুষের পাশে থেকে কাজ করছি।

    এখানে মানুষের দাবি মেনে নতুন একটি মসজিদ তৈরি করে দিয়েছি। কারণ মানব সেবার বিকল্প নেই। আমি যতটা সম্ভব সারাবছর বিভিন্ন মানুষের পাশে থাকি এদিন নতুন মসজিদ দোয়ার মাধ্যমে উদ্বোধন হল ও ৫০০ দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করলাম। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক হাসানুজ্জামান সহ স্থানীয় বিশিষ্টজন।