|
---|
সেখ রিয়াজউদ্দিন; বীরভূম: নাবার্ডের আর্থিক সহায়তায় সৃজনী শিক্ষা নিকেতনের পরিচালনায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় বীরভূম জেলার রাজনগর ব্লক এলাকার পাঁচটি গ্রাম থেকে দশজন করে মোট পঞ্চাশজনের একটি দল দুবরাজপুর ব্লকের প্রতাপপুর, লক্ষ্মীনারায়ণপুর, পুংলাপুর, খোলাকুড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এমনকি এই প্রতিনিধি দল নাবার্ডের উদ্যোগে তৈরি আমবাগান, ধাপ, পুকুর, হাঁপা, অড়হর বাগান, হাঁস, মুরগি এবং ছাগল পালনের জন্য বিজ্ঞানসম্মত ঘর ইত্যাদি পরিদর্শন করেন।
মূলত, খরা প্রবন তথা রুক্ষ এলাকায় সুসংহত জলের ব্যবস্থা সহ যাতে সবুজায়ন করা যায়, সে বিষয়ে সদস্যরা সরজমিনে দেখেন এবং ঐ এলাকাবাসীদের সাথে মত বিনিময় করেন।
এবিষয়ে টাংসুলি মাইক্রো ওয়াটার সেড সংস্থার সভাপতি মহাদেব সিংহ জানান, আজ স্বনির্ভর দলের মানুষজনরা মাঠ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করলেন। এবার নিজেরা নিজেদের এলাকায় সুসংহত ভাবে জলের ব্যবস্থাসহ সবুজায়ন ও প্রাণীসম্পদ পালন করতে পারবেন বলে আশা।
পরিদর্শনে আসা মিনতি টুডুু, হিমানী মারান্ডী, মৃত্যুঞ্জয় মুর্মু, সেখ সেলিম সহ অন্যান্য সদস্যরা জানান, আমরা মাঠে-ঘাটে ঘুরে অনেক কিছুই দেখলাম ও জানলাম। ফিরে গিয়ে আমরা নিজেরা নিজেদের এলাকাকে এভাবেই সাজিয়ে তুলব।
দুবরাজপুর ওয়াটার সেড কমিটির পক্ষে সভাপতি উজ্জ্বল সিংহ, গোঁসাই বাউরি,জবা দাসরা সংস্থার কাজগুলো ঘুরিয়ে দেখাতে আন্তরিক সহযোগিতা করেন।
সৃজনী শিক্ষা নিকেতনের সহযোগি সংস্থা রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পক্ষে এদিন উপস্থিত ছিলেন সম্পাদক প্রভাত দত্ত, কল্পনা ভাণ্ডারী, সাংবাদিক উত্তম মণ্ডল প্রমুখ।