ডোমকল পৌরসভার ২০নম্বর ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ

ডোমকল পৌরসভার ২০নম্বর ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ

    সজিবুল ইসলাম ,নতুন গতি, মুর্শিদাবাদ:

    গোটা বিশ্ব লকডাউন।এই লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব, সংস্থা ও জনপ্রতিনিধিরা। এই লকডাউনের মাঝেই আর কয়েক ঘন্টা তারপরে পালিত হবে ঈদ। একে লকডাউন মানুষের হাতে পয়সা নেই। এমত অবস্থায় ঈদুল ফিতর ফলে এই পবিত্র ঈদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কি খাবে তার ঠিক নেই তার উপর ঈদ মানেই নতুন কিছু জামা কাপড় কেনার পালা। এমত অবস্থায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা চিন্তা করে আজ ডোমকল পৌরসভার ২০নম্বর ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হলো। প্রায় ৯৫০জন পরিবারকে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল ও চিনি তুলে দেওয়া হলো।এসব খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ যৎপরানায় খুশি।এই কর্মকান্ডে উপস্থিত ছিল মুর্শিদাবাদ জেলার সভাপতি এবং সাংসদ আবু তাহের খান।ছিলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জফিকুল ইসলাম, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডল ও ২০ওয়ার্ড কাউন্সিলার রফিকুল ইসলাম সহ আরো তৃণমূলের নেতৃত্ববৃন্দ