রাজ্য তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তরের আয়োজিত বাৎসরিক হ্যাকাথন, যার নাম বেঙ্গলাথন এবার তিন বছরে পড়ল

নিজস্ব প্রতিনিধি: রাজ্য তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তরের আয়োজিত বাৎসরিক হ্যাকাথন, যার নাম বেঙ্গলাথন এবার তিন বছরে পড়ল। এই অনুষ্ঠান শুরু হয় ১৫ই আগস্ট।

    এই বছরের অনুষ্ঠানের লক্ষ্য বয়স্ক মানুষদের পরিষেবার জন্য বিভিন্ন ভালো প্রযুক্তির ব্যবহার করা।

    ফেস রেকগনিশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পথ নিরাপত্তা, স্বাস্থ্য, নতুন চিন্তাধারা, জনতার মতামত জানা, জলের মান নজরদারি, স্মার্ট ওয়াটার মিটারিং, মাটির উর্বরতা, দুর্ঘটনার চটজলদি ব্যবস্থা এবং ওপেন ডেটা প্ল্যাটফর্মের ওপর নতুন চিন্তাভাবনা আহ্বান করা হয়েছে।

    বয়স্কদের আবাসন স্নেহদিয়াতে বয়স্কদের পরিষেবার জন্য হিডকো অ্যাপ নির্ভর ডিজিটাল ভিসিটর কন্ট্রোল ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে নিরাপত্তা রক্ষীরা সকল অতিথিদের যাতায়াতের ওপর নজরদারি চালাতে পারবে এবং কেয়ারটেকার বা আবাসিকদের এসএমএসের মাধ্যমে জানাতে পারবে।

    জীবনের মান উন্নয়নের জন্য বিভিন্ন নতুন তথ্য প্রযুক্তি নির্ভর চিন্তা ভাবনাকে স্বাগত জানানো হয়, সারা ভারত জুড়ে এই প্রতিযোগিতা করা হয়। রাজ্য সরকার এই প্রতিযোগিতার আয়োজন করে মূলত বাংলার মানুষের জীবনধারার মানোন্নয়নের জন্য।

    একটি স্বেচ্ছাসেবী সংস্থা টি আই ই এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আন্তর্জাতিক সংস্থার যোগাযোগ করিয়ে দেয় যাতে এই বিজয়ীরা আগামী দিনে বিভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা পেয়ে নিজের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।