|
---|
সেখ সামসুদ্দিন, ৩১ আগস্টঃ সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ পালন করলো রাখীবন্ধন উৎসব। ক্লাবের সভাপতি থেকে সমস্ত সদস্যবৃন্দ মিছিল সহকারে বেরিয়ে সুলতানপুর মোড়ে পথ চলতি মানুষ, গাড়িচালক ও যাত্রীদের রাখী পরিয়ে মিষ্টিমুখ করান। তারপর মেমারি থানায় গিয়ে থানার সমস্ত পুলিশকর্মীদের রাখী পরিয়ে সম্প্রীতির বার্তায় শুভেচ্ছা বিনিময় করে। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের এই উদ্যোগে এলাকার মানুষ খুশি।