খড়গপুরে তৃণমূল প্রার্থীর বাড়ি বাড়ি প্ৰচার, শেষ হাসির অপেক্ষায় সুবীর সাহু

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, খড়গপুর: খড়গপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে । শেষ হাসি কে হাসবে তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে। প্রতিটা প্রার্থীই “লাস্ট মিনিট সাজেশনের ন্যায়” শেষ পর্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাক্তিগত যোগাযোগের ওপর জোর দিচ্ছেন । বয়স্ক মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন। সেই সঙ্গে আশ্বাস দিচ্ছেন যে, তৃণমূল চালিত নতুন পৌর বোর্ড গঠন হলে সব সমস্যার সমাধান করতে প্রস্তুত থাকবেন।
বাড়ি বাড়ি প্রচারে প্রার্থীরা ভালো সাড়া পাচ্ছেন বলে জানা যাচ্ছে। এদিন খড়গপুরের ২৬নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর সাহুর সমর্থনে দলীয় নেতা কর্মীরা ওয়ার্ড এর প্রচার সারেন। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা এস সূর্য প্রকাশ রাও,প্রাক্তন সদস্য লতা আচার্য সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এক নেতা বলেন, বাড়ি বাড়ি প্রচারের সময় এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যা, ধবিঘাটে টয়লেট ও ডাস্টবিনের ব্যাবস্থা করার দাবি জানান। উপস্থিত নেতৃত্ব বৃন্দ সমস্যা নিরসনের আশ্বাস দেন।

    প্রসঙ্গত, মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, ক্ষীরপাই, কাঁথি, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার পৌরসভাগুলিতে নির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি।