|
---|
আর এ মণ্ডল : করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী মারণ মহামারী আকারে দাপিয়ে বেড়াচ্ছে।সারা দেশে ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে।এ রাজ্যেও সেই ঢেউ ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে। সেই সংক্রমণকে রুখতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার উদ্যোগে ২৬ এপ্রিল সচেতনা বাড়াতে পথসভার আয়োজন করা হয়।করোনা ভাইরাস এর মারাত্মক জীবনহানির রূপকে ফুটিয়ে তুলতে মানব মডেলের মাধ্যমে মানুষের মাঝে চেতনা বোধকে জাগিয়ে দিতে নতুন ভাবে প্রচেষ্টা চালানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার এস ডি পি ও কুতুবউদ্দিন উদ্দিন খান।তিনি বক্তব্যে জানান যে,কোভিড ভাইরাসকে ভয় না করে সরকারি নির্দেশকে মেনে অর্থাৎ স্বাস্থ্য বিধি মানতেই হবে। সকলকে সঠিকভাবে নিয়ম মেনে- অন্যদেরও মেনে চলার জন্য তাগিদ দিতে হবে।
সাধারণ মানুষের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায়।এটাও তাদের উপলব্ধিতে আসে যে, শুধু স্বাস্থ্য দপ্তরই নয় পুলিশও সাধারণ মানুষের পাশে সক্রিয় ভাবে দাঁড়িয়ে আছে।উল্লেখ্য যে, অনুরূপ কর্মসূচিও অন্যান্য থানায় অনুষ্ঠিত হচ্ছে। ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারি জানান যে, ঐ দিনেই সরকারি বিধি নিষেধ না মেনে চলার জন্য ২৫ জনকে আইন আওতায় পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণরূপে প্রশাসনের পক্ষে। এই অনুষ্ঠানের সমাপ্তি শেষে জানা যায় যে, ইন্দাসে করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও তারা ভীত নয় সরকারি নির্দেশনা অনুযায়ী চলেই তারা ভয় দূর করতে চায়।