কামারহাটিতে একমঞ্চে সৌগত রায় ও মদন মিত্র

‌নতুন গতি নিউজ ডেস্ক: কিছুদিন আগেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায় সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য শোনা গিয়েছিল। তবে এই সব এখন অতীত। এবার সেই সৌগত রায়ের সঙ্গেই কামারহাটিতে প্রচার সারলেন বিধায়ক মদন মিত্র। সৌগতবাবুর দাবি, মদনের সঙ্গে তাঁর কোনও সসস্যাই নেই।

    এদিন কামারহাটির মোড় থেকে কামারহাটি পাঁচমাথা মোড় পর্যন্ত হুটখোলা জিপে প্রচার সারলেন দমদমের সাংসদ সৌগত রায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। পুরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন তাঁরা। এদিন প্রচারে বেরিয়ে সাংসদ সৌগত রায় জানান, ‘‌আমরা সবাই তৃণমূলের লোক। আমরা পার্টির পক্ষে একসঙ্গে প্রচার করছি। ভবিষ্যতেও করব। আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মিছিল হবে শুনে চলে এসেছি। মদনের সঙ্গে আমার কোনও সমস্যা নেই।’‌ কার্যত একই সুর শোনা গেল মদন মিত্রের কথাতেও। গত বুধবার থেকেই সৌগতবাবু সম্পর্কে মদন মিত্রের সুর যে নরম হয়েছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেদিন ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছিল সাংসদ সৌগত রায়কে। সেই প্রচারে সৌগতবাবুর সঙ্গে হাজির ছিলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র।

    কিছুদিন আগেই প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাংসদ সৌগত রায়কে আক্রমণ শানিয়েছিলেন কামারহাটির বিধায়ক। সৌগতবাবুকে নিশানা করে তিনি জানান, ‘‌একজন নেতা বার বার এখানে এক কথা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝান। কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন আর লুঙ্গি পরে বসে কাজু, কাবাব খান।’‌ তাঁকে নিশানা করেই মদনবাবু এই কথা বলেছেন, সেটা বুঝে নিয়েই পাল্টা উত্তরও দিয়ে দেন সৌগতবাবু। তিনি জানিয়েছিলেন, যে ভাষায় নোংরা জঘন্য কথা বলা হচ্ছে, সেই কথার জবাব দিতে রুচিতে বাধে। এই সব কথা বলে তাঁকে রাজনীতি থেকে সরাতে পারবে না।