|
---|
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:
২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুর অঞ্চলের ১৯৯ বুথের মেম্বার হাফিজা বিবি উদ্যোগে ও ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় বস্ত্র বিতরণ করলেন পোল্লাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এদিন ১৯৯ বুথের সমস্ত গরিব মহিলাদের ও প্রতিবন্ধী
ছেলেমেয়েদের বস্ত্র বিতরণ করলেন সদস্য হাফিজা বিবি প্রধান মাইনুল ইসলাম সহ আরো অনেকে বস্ত্র বিতরনের সাথে সাথে শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে মাল্যদান করলেন ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও নেতৃত্বl
জলঙ্গি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রাকিবুল ইসলাম নেতৃত্বে চুয়াপারা জলঙ্গি সাহেবরামপুর জোড়তলা।
,ঘোষপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি নিজামউদ্দিন মন্ডল সহযোগিতায় বিভিন্ন এলাকায় একুশে জুলাই পালিত হল।এদিন এলইডি টিভি সেট করিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল প্রোগ্রামটি জনসম্মুক্ষে এবং তৃণমূল কর্মী সমর্থকরা লাইভ দেখলেন।
একইভাবে জলঙ্গি যুব তৃণমূল কংগ্রেস একুশে জুলাই পালন করলেন কালিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়এদিন কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি পুষ্প অর্পণ ভার্চুয়াল প্রোগ্রাম শুরু করেন।