|
---|
মহিউদ্দীন আহমেদ: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়ে গেছে। রাজ্যের ৪২ টি কেন্দ্রেই একযোগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃনমূল কংগ্রেস। বোলপুর কেন্দ্রের প্রার্থী গতবারের বিজয়ী প্রার্থী অমিত মাল। তার প্রচার শুরু করে দিলো আউসগ্রাম ২ নং ব্লকের প্রমিলা বাহিনীকে সামনে রেখে। রবিবার ব্লক সভাপতি সেখ আব্দুল লালন, বিধায়ক অভেদানন্দ থান্দার, মহিলা সেলের নেত্রী মুনমুন দাস সহ অনান্য নেতৃত্ব এলাকার হাজার খানেক মহিলাকে নিয়ে এদিন সম্মেলন করেন। ব্লক সভাপতি সেখ লালন বলেন, দিদি মহিলাদের জন্য অনেক কাজ করেছেন, লক্ষীর ভান্ডার থেকে কন্যা শ্রী, স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্প চালু করেছেন। আইসিডিএস, আশা কর্মীদের বেতনও বাড়িয়েছেন। মহিলা ছাড়া আমাদের সমাজ চলতে পারে না। তাই মহিলা সমাজকে সামনে রেখেই এদিন প্রচার শুরু হয়। বোলপৃর কেন্দ্রে অসিত মালকে জেতানো নয়, সব বুথে লিড বারানোই আমাদের উদ্দেশ্য।