ধনিয়াখালি ব‌ইমেলায় কবি সন্মেলন

রোদ্দুর ইসলাম : মেমারি : ২৪ মার্চ : হুগলি জেলার ধনিয়াখালি ব‌ইমেলার শেষদিন ২৪ মার্চ দুপুর ১-০০ টা থেকে কবি সন্মেলন কবিকন্ঠ অনুষ্ঠিত হয়। অষ্টাদশ ধনিয়াখালি ব‌ইমেলা ও গ্ৰামীন মেলা ১৭ মার্চ থেকে ২৪ মার্চ অনুষ্ঠিত হয় পার্শ্ববর্তী বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ময়দানে।প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় — অঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও ক্যুইজ প্রভৃতি প্রতিযোগিতা। আজ রবিবার, ব‌ইমেলার শেষদিন ছিল স্বরচিত কবিতা পাঠের আসর কবিকন্ঠ অনুষ্ঠিত হয় কবি সলিল মিত্র মঞ্চে।ধনিয়াখালি ব‌ইমেলা কমিটির সভাপতি মহম্মদ মহসীন, কার্যনির্বাহী সভাপতি গুরুপদ মজুমদার, সম্পাদক অভিজিৎ দাস, কার্যকরী সম্পাদক স্বর্ণরেখা সরেন এবং উপদেষ্টা অশোক দাস প্রমুখ ব্যক্তিগণের উপস্থিতিতে তারাপদ ধল, হীরালাল ঘোষ,সজল সাঁতরা, বিদ্যুৎ ভৌমিক, সৈয়দ আতাউর রহমান, সুফি রফিক উল ইসলাম, ডঃ রমলা মুখার্জী, অমিয়া ব্যানার্জী, রাসমণি ব্যানার্জী, মন্দিরা মুখার্জী, কেকা ব্যানার্জী,তনুশ্রী মান্না দে, দেবপ্রসন্ন বিশ্বাস,সেখ সরফরাজ, সুনীল ব্যানার্জী, রাজু মালিক, রেণুপদ ঘোষ, গোপাল দাস,তরুণ কুন্ডু প্রমুখ প্রায় ত্রিশ জন অংশগ্রহণ করেন।এই মহতী কবিকন্ঠ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন অশোক দাস, মহম্মদ মহসীন ও গুরুপদ মজুমদার। দ্বিপ্রাহরিক গরম, রোজা এবং বসন্ত উৎসব দোলের জন্য কবিতা পাঠের আসরে উপস্থিতি অল্পসংখ্যক হলেও বেশ ঘরোয়া ভাবে একসূত্রে গাঁথা হয়ে কবিরা আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।