|
---|
মহিউদ্দীন আহমেদ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে আউসগ্রাম ২ নং ব্লকে এদিন মহিলা সম্মেলনের আয়োজন করা হয়। ব্লক সভাপতি সেখ আব্দুল লালনের উদ্যোগে গেঁড়াই গ্রামে তৃনমূলের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বিধায়ক অভেদানন্দ থান্দার, মহিলা সেলের নেত্রী মুনমুন দাস সহ অনান্য নেতৃত্ব। তৃনমূলের মহিলা সেলের সভায় সাধারন মহিলা সহ এদিন এই আউস গ্রাম ২ নং ব্লক তৃনমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে আউস গ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রতিটি অঞ্চলের অঞ্চল সভাপতি, ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি গন, জেলা পরিষদের সদস্য সদস্যা প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা সদস্য সমস্ত বুথের বুথ সভাপতি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, সদস্যা, প্রতিটি অঞ্চলের শাখা সংগঠনের সভাপতি, আউস গ্রাম ২ নং ব্লকের সমস্ত আই, সি, ডি, এস, কর্মী হেলপার , ও আশা কর্মী। দলের ব্লক সভাপতি সেখ আব্দুল লালন, দিদি মহিলাদের উন্নয়নে যে ভাবে কাজ করেছেন তাতে লোকসভা নির্বাচনে আমরা শুধু জিতবো না, লিড বারানোর প্রতিযোগিতা চলছে।