|
---|
পারিজাত মোল্লা : অপরাধ দমনে দারুণ সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া বোলেরো পিক আপ গাড়ি উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।মঙ্গলবার সকাল ৬.৩০ নাগাদ শিরীষতলা, গুসকরা স্টেশন রোড থেকে একটি বোলেরো পিক আপ গাড়ি চুরি হয়ে যায় । গাড়ির মালিক চুরি যাওয়া গাড়ি ফিরে পেতে স্থানীয় থানার পুলিশের কাছে দ্বারস্থ হয় । তড়িঘড়ি পূর্ব বর্ধমান জেলা পুলিশ অতি তৎপরতার সাথে তদন্তে নেমে পড়ে এবং জেলা জুড়ে পুলিশি সতর্কতা জারি করা হয়। পুলিশের পড়া নজরদারিতে গাড়িটি উধাও করে নিয়ে যেতে পারেনি চোরেরা। গাড়িটিকে নদীপট্টি হয়ে মঙ্গলকোটের দিকে যেতে দেখা গিয়াছিল। মঙ্গলকোট থানার পুলিশ তৎপরতার সঙ্গে গাড়িটিকে উদ্ধার করার জন্য মাঠে ময়দানে নেমে পড়ে । গোপন সূত্রে মঙ্গলকোট থানার পুলিশ জানতে পারে গাড়িটি মঙ্গলকোট থানার অন্তর্গত আটঘড়া সংলগ্ন মল্লিকপাড়াতে আছে । মঙ্গলকোট থানার নবাগত আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে মল্লিকপাড়া থেকে বোলেরো পিক আপ গাড়িটি উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ ।এই ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ।মঙ্গলকোট আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন -” এই ঘটনায় আর কারা যুক্ত? তা খতিয়ে দেখা হবে”। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হবে বলে জানা গেছে।